দ্য শেয়ার নিউজ ডেস্ক : আয়ুষ্মান খুরানাকে বাংলার সিনেমাপ্রেমীরা আলাদা করে জায়গা দেন। বাঙালির এমনিতেই একটু বেশি ক্রীড়াপ্রেম। তাই আয়ুষ্মান যেহেতু স্পোর্টস অ্যাঙ্কারিং থেকে উঠে এসেই ছবির জগতের হিট নায়ক, তাই তাঁর প্রতি বাঙালির একটা ভাললাগা রয়েছে। এবার যেন প্রতিদান দিচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাও। কারণ, বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, রসনার সঙ্গে একাত্ম হয়ে উঠেছেন আয়ু্ষ্মান খুরানা। এমনকি বলিউডের এই পাঞ্জাবি অভিনেতা নিজেকে ষোলোআনা বাঙালিও ভাবছেন। মেরি প্যায়ারি বিন্দু ছবির পর থেকেই বাঙালিয়ানার প্রেমে পড়েছেন বলিউডের এই নায়ক।
মহালয়া উপলক্ষে বিশ্বের সমস্ত বাঙালিজাতির উদ্দেশে শুভকামনা জানিয়েছেন আয়ুষ্মান। এমনকি বাংলাতে একটি বাক্যও লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই বলিউড তারকা তাঁর বাঙালি অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ‘সারা বিশ্বের বাঙালিকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। আশাকরি, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক। উৎসবের এই মরশুম সবাই উপভোগ করুন।’ যশরাজ ব্যানারের মেরে প্যায়ারে বিন্দু ছবিতে আয়ুষ্মানকে শহুরে বাঙালি তরুণ অক্ষয় রায়ের চরিত্রে দেখা গিয়েছে। আর এই ছবির পর থেকে বাঙালি সংস্কৃতির সঙ্গে এক আত্মিক যোগ গড়ে ওঠে এই বলিউড নায়কের। এমনকি মনেপ্রাণে তিনি নিজেকে বাঙালি ভাবতেও শুরু করেন। এই প্রসঙ্গে আয়ুষ্মান বলেছেন, ‘আমি মন থেকে নিজেকে একজন বাঙালি মনে করি। আমি জন্মেছি পাঞ্জাবি পরিবারে। কিন্তু আমার সামগ্রিক সত্তা জুড়ে রয়েছে বাঙালিয়ানা। বাঙালির সঙ্গে আমার এক গভীর আত্মিক যোগ আছে। সত্যি বলছি, আমি মন থেকে সে রকমই অনুভব করি। বেশ কিছুদিন ধরে আমি রবীন্দ্রসঙ্গীত শুনছি। গাওয়ারও চেষ্টা করছি। ধীরে ধীরে আমি বাঙালি সংস্কৃতির প্রেমে পড়ে যাচ্ছি। আমি সত্যি বাংলার প্রেমে মগ্ন।’ প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত আয়ুষ্মানের প্রায় প্রতিটি ছবি হিট। বলিউডে এ রকম ঊর্ধ্বগামী গ্রাফের আর একজন তারকা খুঁজে পাওয়া দায়।
Leave A Comment
You must be logged in to post a comment.