আপনি ছেলেবেলা থেকেই বলেন ‘মেরা ভারত মহান’। এবার সেই কথা বলা শুরু করেছে শুধু আমি-আপনি নয়, প্রায় সবাই। সেই জন্যই তো এই পৃথিবীর সপ্তম দামি ‘নেশনস ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি আদায় করে ফেলেছে ভারত।