দ্য শেয়ার নিউজ ডেস্ক : এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেল। চিকিৎসা ক্ষেত্রে (মেডিসিন) এবার নোবেল পুরস্কার পেলেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এই সেরার সম্মান পেলেন তাঁরা। বিজেতাদের নাম ঘোষণা করেন নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান।
সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল অ্যাসেম্বলির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁদের কাজের আগে হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি ভাইরাসের আবিষ্কার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কিন্তু রক্তবাহিত হেপাটাইটিসের অধিকাংশ ক্ষেত্রেই অবগত ছিল না। হেপাটাইটিস সি ভাইরাসের আবিষ্কারের ফলে দূরারোগ্য হেপাটাইটিসের অবশিষ্ট ক্ষেত্রগুলির কারণ জানা সম্ভব হয়েছে এবং রক্তপরীক্ষা সম্ভব হয়েছে এবং নতুন ওষুধে ৭ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পেয়েছে।
Leave A Comment
You must be logged in to post a comment.