দ্য শেয়ার নিউজ ডেস্ক : সোমবার ১৮ জানুয়ারি ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রথম প্রার্থীর নাম হিসেবে নিজের নামটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেখালির মাঠ থেকে নন্দীগ্রামের আসন থেকে লড়বেন বলে ঘোষণা করে গেলেন মুখ্যমন্ত্রী। সেই আসনে তাঁর নাম চূড়ান্ত করতে নির্দেশ দিলেন সুব্রত বক্সিকে। পাশাপাশি, ভবানীপুরকেও অবজ্ঞা করবেন না বলেই জানালেন মমতা। বললেন, ‘‌ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজো বোন। আমি দুটি বিধানসভা কেন্দ্র থেকে পারলে এবার দাঁড়াব। কারণ, নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। ভবানীপুরের মানুষ দুঃখ পেতে পারে। আমি দুঃখ দেব না। যদি ম্যানেজ করতে পারি আমি দুটোতেই দাঁড়াব। কিন্তু নন্দীগ্রামে আমি দাঁড়াচ্ছিই। আমার বিবেক আমায় জাগ্রত করে বলল, ‌ওরে নন্দীগ্রাম থেকেই ঘোষণা কর। এটা তোদের সবথেকে লাকি জায়গা। এটা সবচেয়ে ভাল জায়গা। এটা সবচেয়ে পবিত্র জায়গা।‌ নন্দীগ্রাম থেকে ২০২১–এ তৃণমূল জিতবে। এবং নন্দীগ্রাম থেকেই শুরু হল জেতার পালা। তৃণমূল এই নির্বাচনে জয়লাভ করবে। প্রতিটি আসনে জিতবে তৃণমূল। ‌ভুল করলে গালে একটা থাপ্পড় মেরো। কিন্তু মনটা ফিরিয়ে নিও না। মুখটা ফিরিয়ে নিও না। ‌যতদিন থাকব, তোমাদের পাহারাদার হিসেবে থাকব। তোমরা আমাকে ঘরের মেয়ের মতো ভালবাস। এটুকুই চাই।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পর অবশ্য বিজেপি, সিপিএম, কংগ্রেস এক যোগে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। সুজন চক্রবর্তী বলেছেন, ভবানীপুর থেকে জিততে পারবেন না বলেই নন্দীগ্রাম বেছে নিয়েছেন তিনি। শমিক ভট্টাচার্য বলেছেন, কোনও লাভ হবে না। তৃণমূলকে মানুষ আর সুযোগ দেবে না।