দ্য শেয়ার নিউজ ডেস্ক : আট হাসপাতালের প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সঙ্গে স্বাস্থ্য দফতরের মনোনীত সরকারি প্রতিনিধির পদও ছাড়লেন। পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে দিব্যেন্দু অধিকারী জানান, ওই আটটি প্রশাসনিক পদ ছেড়ে দিচ্ছেন। সেই তালিকায় আছে হলদিয়া ও কাঁথি মহকুমা হাসপাতাল, তমলুক, কোলাঘাটের এবং শহিদ মাতঙ্গিনী ব্লুকের দুটি করে জনস্বাস্থ্য কেন্দ্র। বিভিন্ন হাসপাতালে সরকার মনোনীত যে পদগুলি আছে, সেগুলিও ছেড়ে দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। সেই ঘটনায় স্বভাবতই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি খুব শীঘ্রই শুভেন্দু অধিকারীর পথে বিজেপিতে দিব্যেন্দু অধিকারী?

কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। এলাকার সাংসদ হিসেবে অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাঁর আর এক ভাই সৌমেন্দু অধিকারী। মমতাবন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সভায় হাজির হননি শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীও নিজের পরিবারে পদ্ম ফোটানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সেই পরিস্থিতিতে একধাক্কায় আটটি প্রশাসনিক পদ থেকে দিব্যেন্দু অধিকারীর ইস্তফা নতুন করে ভাবাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের।