দ্য শেয়ার নিউজ ডেস্ক : কাজলের সঙ্গে আমাদের হাজারো বছরের বন্ধন। চোখ রাঙাতে কাজলের ব্যবহার ঠিক কবে শুরু হয়েছিল তার কোনও বিবরণ পাওয়া যায় না। কিন্তু নারী পুরুষভেদে কাজল নামের ব্যবহার কিংবা কবিতা ও গানে কাজলের বহুল উল্লেখে মনে করা যায়, রূপসজ্জার উপকরণ হিসেবে কাজল বহুকাল ধরেই ব্যবহৃত হয়। মেয়েদের সাজে কাজলের আবেদন চিরদিনের। ব্যবহারের ধরনে কিংবা কাজলের রঙে হয়তো পরিবর্তন এসেছে। কিন্তু ফ্যাশনসচেতন তরুণীদের কাছে কাজলের চাহিদা কখনোই কমেনি। কালো রঙের কাজল তো সব সময়ই দেওয়া হয়। সঙ্গে সবুজ, নীল বা ধূসর রঙের কাজল মিশিয়ে দেওয়ার ধরনটি এখন বেশ জনপ্রিয়। দুটি রঙের কাজল ও চোখের পাতায় ঘন করে মাশকারা দিয়ে নিলে চোখজোড়া দারুণ সুন্দরভাবে ফুটে উঠবে।
হাল ফ্যাশনে লেন্স পরার চলও খুব দেখা যাচ্ছে। কন্টাক্ট লেন্সের সঙ্গে রং মিলিয়ে কাজল দিলেও ভালো দেখাবে। এতে লেন্সের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন অনেকে।কালো রঙের কাজল মানায় যেকোনও রঙের লেন্সের সঙ্গে। এখন ক্যাট আই, উইং আই, ডাবল উইং আই, ফিশ আই স্টাইলে চোখ আঁকা হচ্ছে। কালো কাজল দিয়ে এই ধরনের স্টাইল করা যেতে পারে। শুধু বুঝে নিতে হবে কোন আকৃতির চোখে কীভাবে কাজল দিলে মানায়। কাউকে বেশি টেনে কাজল পরলে ভালো দেখায়, কাউকে মানায় সরু করে দিলে, কাউকে আবার সুন্দর দেখায় মোটা করে লাইন টানলে। কাজল নিয়ে আরও কয়েকটা কথা বলার। গরমে ঘাম বেশি হয় বলে কাজল লেপ্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এখন ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করাই ভালো। রং বসার জন্য জোরে ঘষতে হয় না, সহজেই দেওয়া যায় এমন কাজল কিনুন। চোখ দেওয়ার আগে কাজল শার্প করে নিন। কাজল দেওয়ার পর তার উপর কালো রঙের শেড দিয়ে তা ভালোভাবে বসিয়ে নিন, এতে কাজল ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। চোখের নিচে কাজল মোটা ও গাঢ় দেখাতে চাইলে একই রঙের শেড দিয়ে কাজল ব্লেন্ড করে নিন।পরিষ্কার পাতলা কাপড় বা তুলোয় বেবি লোশন অথবা আই মেকআপ রিমুভার লাগিয়ে ভালোমতো কাজল তুলে ফেলুন। আর অবশ্যই নামী ব্র্যান্ডের কাজল ব্যবহার করুন।
Leave A Comment
You must be logged in to post a comment.