দ্য শেয়ার নিউজ ডেস্ক : সত্যি করোনার জন্য আমরা যে আর কত রকম অভিজ্ঞতার সম্মুখীন হবো কে জানে। ছোঁয়াচে রোগ যে কত বড় বালাই, সে তো বিভিন্ন ঘটনার কথা শুনেই বোঝা যাচ্ছে। এবার করোনার কারণে একেবারে ব্যতিক্রমী ঘটনা ঘটলো ফুটবল মাঠে। সেটাও কিনা লড়াকু জাত বলে পরিচিত জার্মানদের কাছ থেকে।করোনার উদ্বেগ কাটিয়ে ক্রিকেটের অনেক আগেই ফুটবল শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। যদিও করোনা পরবর্তী সময়ে সেই ফুটবলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি যেমন নেই তেমনি রিজার্ভ ফুটবলাররা বসে থাকবেন গ্যালারিতে এইরকম বেশ কিছু নিয়ম রয়েছে। কিন্তু যেহেতু ফুটবল বডি কনট্যাক্ট গেম তাই সেখানে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব নয়। তা সত্বেও গত মরশুমে সেরি আ, প্রিমিয়র লিগ, লা লিগা, ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, সবই শেষ হয়েছে।

করোনাভাইরাসের আবহে লকডাউনের পর জার্মানিতেই প্রথম পেশাদার ফুটবল শুরু হয়েছিল। সেই জার্মানিতেই এবার করোনার সামাজিক দূরত্বের বিধি মানতে গিয়ে নজির গড়ল নিচের সারির লিগের দল রিপডর্ফ। সামাজিক দূরত্ব বিধি মেনে ফুটবল খেলেছে তারা। আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে প্রতিপক্ষ হোল্ডেনস্টেড। ৩৭ গোল দিয়েছে তারা রিপডর্ফকে। আসলে সামাজিক দূরত্বের বিধি মানতে গিয়ে মাঠজুড়ে অনেকটাই ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। আর তাই কার্যত ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে হোল্ডেনস্টেডেরও। পাশাপাশি, করোনার ভয়ে রিপডর্ফের মাত্র ৭ জন ফুটবলারই মাঠে নেমেছিলেন। এমন কাণ্ড ফুটবলে এর আগে কখনও হয়নি।