দ্য শেয়ার নিউজ ডেস্ক : তানিশার ব্যাটিংয়ের প্রশংসা যেন দিন দিন বাড়ছে। মনে আছে তো সেই ভিডিওটা? যেখানে প্রাক্তন অজি তারকা ব্রেট লি বল হাতে। অপর প্রান্তে ব্যাট হাতে ৬ বছরের ছোট্ট মেয়ে তানিশা। ব্রেট লি-র বলে নিখুঁত কভার ড্রাইভ থেকে শুরু করে পুল, ঠিক যেন মাস্টার-ব্লাস্টার। ছোট্ট মেয়ের ব্যাটিং দেখে অবাক ব্রেট লি, তুলনা টানলেন সচিন তেন্ডুলকরের সঙ্গে। ব্রেট লি বললেন, তিনি নার্ভাস। যেন সচিন তেন্ডুলকরের ছ’বছরের বয়সটা দেখতে পাচ্ছেন একটি মেয়ের বেশে।

তানিশার কাছে তার প্রিয় শটের কথা জানতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয়, পুল আর কভার ড্রাইভ হলো তার প্রিয়। এবং তার পছন্দের ক্রিকেটার স্মৃতি মন্ধানা। শটের বৈচিত্র দেখে তাজ্জব ব্রেট লি ভবিষ্যদ্বাণী করেই দিয়েছেন, এই মেয়ে তার দেশের হয়ে ক্রিকেট খেলবেই। ডান-হাতি এই ছোট্ট ব্যাটসম্যান এর আগে ইনস্টাগ্রামে নিজের খেলার ভিডিও পোস্ট করে বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। এর আগেও প্রকাশ্যে এসেছে এই ছোট্ট ব্যাটসম্যানের নেট প্র্যাকটিসের ভিডিয়ো। প্রত্যেকবারই নেটিজেনদের বাহবা কুড়িয়েছে এই ছোট্ট মেয়ে। তবে এইবার ব্রেট লির বলে যে ভাবে শট হাঁকালো এই ছোট্ট মেয়ে, তা দেখে বলাই যায়, এই তানিশা ভবিষ্যতের মহিলা ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা হতে পারে। নেটিজেনরাও এখন অপেক্ষায় থাকে, কবে ফের দেখা যাবে তানিশার ব্যাটিংয়ের চমকপ্রদ ভিডিও।