দ্য শেয়ার নিউজ ডেস্ক : রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসাবে কর্মরত তিনি। আলাপন বন্দ্যোপাধ্যায় আগামী ১ অক্টোবর থেকে মুখ্য সচিবের দায়িত্বভার নিতে চলেছেন। সোমবার টুইট করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় মমতা বলেছেন, ‘আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হল। বর্তমান অর্থ দফতরের সচিব এইচ কে দ্বিবেদিকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নিযুক্ত করা হল। অন্যদিকে অর্থ দফতরের সচিবের দায়িত্ব পেলেন মনোজ পন্থ। আগামী ১ অটোবর থেকে দায়িত্ব নেবেন এই তিনজন।’

প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব রাজীব সিনহা। তবে, তাঁকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। আগামী তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি। টুইটে এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি আরও জানাতে চাই রাজ্যের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহাকে তিন বছরের জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। রাজ্য সরকারের হয়ে কাজের জন্য তাঁকে ধন্যবাদ।’ এইচ কে দ্বিবেদি হচ্ছেন পরবর্তী স্বরাষ্ট্র সচিব। তিনি ছিলেন অর্থ দফতরের প্রদান সচিবের পদে। সেই পদে আসছেন মনোজ পন্থ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এদিনের ঘোষণা অনুসারে সম্ভবত ভোট পর্বেও রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বে থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়।