দ্য শেয়ার নিউজ ডেস্ক : শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের আইপিএল। আর এবারের আইপিএলে সত্যিই যেন সূর্যদোয় হতে চলেছে। কারণ, এই প্রথম আইপিএল খেলবেন কোনও আমেরিকার ক্রিকেটার। তাও আবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। জোরে বোলার হ্যারি গার্নির পরিবর্ত পেয়ে গিয়েছে কেকেআর। তিনি হলেন আলি খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আলি খান ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন। আর তারই সুবাদে কিং খানের দলের হয়ে আইপিএল-এ খেলার দরজা খুলে গেল আলি খানের।
নাইট পরিবারে যোগ হওয়ায় আলি খানকে নিয়ে বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে কেকেআর। আবুধাবি পৌঁছানোর মুহূর্ত , বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরোটাই ক্যামেরাবন্দি করা হয়েছে।পাকিস্তানে জন্ম হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আলি খানের। দেশের জার্সিতে একটি মাত্র ওয়ান ডে ম্যাচ খেলা আলি দেশে বিদেশের টি-২০ এবং টি-১০ লিগে খেলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, কানাডা গ্লোবাল লিগের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন আলি খান। সকলের আশা, বিশেষ করে বাঙালিদের যে, কেকেআরের হয়ে ভালো খেলুন আলি। হোক নতুন সূর্যোদয়।
Leave A Comment
You must be logged in to post a comment.