দ্য শেয়ার নিউজ ডেস্ক : বিয়ে করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী। বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মাধ্যমে অনির্বাণ-মধুরিমা সারাজীবনের জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন। গত এক-দেড় বছরের যাবতীয় জল্পনা, গুঞ্জন উড়িয়ে সত্যি সত্যিই ছাদনাতলায় গেলেন টলিউডের ‘খোকা’ অনির্বাণ ভট্টাচার্য।
মধুরিমা গোস্বামী। অনির্বাণের দীর্ঘদিনের বান্ধবী। নাটকের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে অনির্বাণের আলাপ। অনির্বাণ-মধুরিমা একসঙ্গে বেশ কিছু নাট্য-প্রযোজনায়ও করেছেন। অনির্বাণের মতোই মধুরিমার বেড়ে ওঠা একেবারে সাংস্কৃতিক আবহে। তাঁর বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। মধুরিমার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি সচেতন মানুষ। দু’জনেই যেহেতু সংস্কৃতি জগতের, ফলে প্রথম থেকেই মনের মিল ছিল। এবার বিয়েই করে নিলেন দুজনে।
Leave A Comment
You must be logged in to post a comment.