দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জড়িয়ে ধরবেন বলে বিতর্ক তৈরি করেছিলেন। তাঁর মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। তাঁকে সমালোচনায় বিঁধেছিলেন তৃণমূলের ছোট-বড় নেতারা। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে মমতার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার শুক্রবার সকালে কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। এ দিন তাঁর ১০১ জ্বর ছিল। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, বারুইপুরে সাংবাদিক বৈঠকে অনুপম বলেছিলেন করোনা হলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। এ কথা বলার পিছনে যদিও তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। রাজ্যের নানা ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতপ্রকাশ করতে গিয়ে এমন তীর্যক মন্তব্য করলেও সমালোচনার ঝড় বয়ে যায়। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় পর্যন্ত বলেছিলেন, দায়িত্বে থাকলে সতর্ক হয়ে মন্তব্য করতে হয়।