দ্য শেয়ার নিউজ ডেস্ক : বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির খারাপ ব্যাটিং-ফিল্ডিং ও নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। কিন্তু ক্যাপ্টেন কোহলির সমালোচনা করতে গিয়ে অনুষ্কাকে টেনে আনেন সুনীল গাভাসকর। আর তাতেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, অনুষ্কার পাশে দাঁড়িয়ে গাভাসকরকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান নেটিজেনরা। তীব্র বিতর্কের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ অনুষ্কাও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে যাঁর খারাপ ব্যাটিং-ফিল্ডিং ও নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। কিন্তু ক্যাপ্টেন কোহলির সমালোচনা করতে গিয়ে অনুষ্কাকে টেনে আনেন সুনীল গাভাসকর। আর তাতেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, অনুষ্কার পাশে দাঁড়িয়ে গাভাসকরকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান নেটিজেনরা। তীব্র বিতর্কের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ অনুষ্কাও। প্রসঙ্গত, গতকাল রাতে অপরাজিত ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কেএল রাহুল। তাঁর অনবদ্য পারফরম্যান্সের খানিকটা কৃতিত্ব অবশ্য কোহলিরও প্রাপ্য। কারণ বাউন্ডারি লাইনে অত্যন্ত সহজ ক্যাচ মিস করায় লাইফলাইন পেয়ে যান রাহুল। তাও আবার দু’বার। তারই খেসারত দিতে হয় দলকে। ৯৭ রানে হারে আরসিবি। ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ কোহলি। মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরেন। দেবদত্ত পাল্লিকলের মতো তরুণ তুর্কি থেকে ফ্যাফ ডুপ্লেসিসের মতো অভিজ্ঞ তারকারা যখন আইপিএল কাঁপাতে শুরু করে দিয়েছেন, তখন নিরাশ করছে কোহলির ব্যাট। আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সে আগুনে ঘি ঢেলেছেন গাভাসকর।

অনেকেই লেখেন, কিংবদন্তি এক ভারতীয় ব্যাটসম্যানের থেকে এধরনের প্রতিক্রিয়া আশা করা যায় না। তিনি কোহলির নানাভাবে সমালোচনা করতে পারতেন। কিন্তু এতে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় পাওয়া গেল। পুরো বিষয়টা নিয়ে তীব্র শোরগোলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন অনুষ্কা শর্মা। তিনি লেখে, ‘মিস্টার গাভাস্কার, আপনার মন্তব্য যে কুরুচিপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি এতদিন ধারাভাষ্যকার হিসাবে বাকি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে এসেছেন। গতকাল আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে আরো অনেক শব্দ ব্যবহার করতে পারতেন। তবে আমার নাম কেন জড়িয়ে মন্তব্য করলেন বুঝলাম না।’ অনুষ্কা শর্মা আরও বলেন, ‘মিস্টার গাভাস্কার, আপনার নাম জেন্টলসম্যান গেমে খুব সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। আপনার মুখে যখন আমার নাম শুনলাম, কী অনুভূতি হয়েছিল, সেটা স্রেফ জানাতে চেয়েছিলাম।’ একইসঙ্গে প্রশ্ন তোলেন, ‘এটা ২০২০ সাল। আমার কাছে এই বিষয়টা একইরকম রয়ে গেল। আর কবে কোহলির পারফরম্যান্সের জন্য আমার নাম টানাটা বন্ধ হবে?’ শেষে আক্ষেপ করে অনুষ্কা লিখেছেন, ‘আপনাকে শ্রদ্ধা করি। ক্রিকেটে আপনার নাম অত্যন্ত সম্মানের সঙ্গেই নেওয়া হয়। তাই যখন জানলাম আপনি এমনটা বলেছেন, বেশ খারাপ লাগল।’