দ্য শেয়ার নিউজ ডেস্ক : সন্তানসম্ভবা, কিন্তু কাজ থেকে দূরে রাখেননি নিজেকে। গর্ভবতী অবস্থাতেই করোনা অতিমারীকে তোয়াক্কা না করে মুম্বইয়ে শুটিং করছেন অনুষ্কা শর্মা। তবে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ দ্রুত শেষ করে ফেলতে চান বলিউডের এই অভিনেত্রী। কারণ, আগামী বছর জানুয়ারিতেই তাঁর কোল আলো করে আসতে চলেছে প্রথম সন্তান। সেই সময়টা বিরাট কোহলিও চলে আসবেন তাঁর কাছে। বিরুষ্কা তখন সব কাজকর্ম ছেড়ে সন্তানের সঙ্গেই সময় কাটাতে চান বলে জানা গিয়েছে। কিন্তু অনুষ্কা শর্মা জানিয়ে দিয়েছেন, সন্তানের জন্মের কিছু দিন পরই ফের কাজে ফিরবেন অভিনেত্রী।
অনুষ্কা শর্মা জানিয়েছেন, “আমি একদম সুরক্ষা নিয়ে নিশ্চিত হয়েই শুটিং করছি। করোনা অতিমারীর সময় শুটিংয়ের একটা ঝুঁকি থাকেই। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমি অবহিত। সবাইকে অনেক ধন্যবাদ, যে আমার সঙ্গে শুটিংয়ের জন্য প্রত্যেকে সবরকম সুরক্ষার ব্যাপারে খেয়াল রাখছেন। ভাইরাস যতক্ষণ আমাদের আশেপাশে রয়েছে ততক্ষণ নিউ নর্মালের রীতী অনুযায়ী চলতে হবে সবাইকে। এবং কড়া অনুশাসনের মধ্যে সব নিয়ম মেনে চলতে হবে।” অনুষ্কা জানিয়েছেন, মা হওয়ার পর মাস পাঁচেকের বিশ্রাম। তারপরই আগামী বছর মে মাসে পুরোদমে শুটিংয়ে ফিরবেন তিনি। তবে মা হওয়ার পর সন্তানের প্রতি দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন অনুষ্কা। সংসার, সন্তান এবং পেশাদার জীবনের মধ্যে ব্যালান্স করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অভিনেত্রীর কাছে।
Leave A Comment
You must be logged in to post a comment.