দ্য শেয়ার নিউজ ডেস্ক : বাবরি ধ্বংস মামলার রায় ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে আদালত। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং সহ ৩২ জন অভিযুক্তকেই নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। ওই দিনের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় বলে জানিয়েছেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। ২৮ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয় বাবরি মসজিদ। মামলায় অভিযুক্ত ৩২ জনের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেত্রী উমা ভারতী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর যোশি, বিনয় কাটিহার, সাক্ষী মহারাজ প্রমুখ।

আদালতের রায় শোনার পর আডবানি জানান, স্পেশাল সিবিআই আদালতের এই রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন। এই রায় রামজন্মভূমি আন্দোলনের প্রতি ব্যক্তিগতভাবে তাঁর এবং বিজেপির বিশ্বাস ও প্রতিশ্রুতি প্রমাণ করল। এই প্রসঙ্গে মুরলী মনোহর যোশী জানিয়েছেন, আদালতের রায়ে আজ প্রমাণিত তাঁদের আন্দোলন ও মিছিলে কোনও যড়যন্ত্র ছিল না। এখন রামমন্দিরের নির্মাণ নিয়ে সবাই উৎসাহিত ও আগ্রহী। যদিও মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আইনজীবী জাফরব জিলানি বাবরি ধবংস মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে স্বাগত জানাননি। তিনি বলেছেন, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।