দ্য শেয়ার নিউজ ডেস্ক : নতুন করোনা ভাইরাসের প্রকোপে রীতিমতো বিপর্যস্ত ব্রিটেন। এমন পরিস্থিতিতে এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সে কথা জানিয়ে ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, ‘আজ সকালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী জনসন। পরিকল্পনামাফিক চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যেতে পারবেন না বলে দুঃখপ্রকাশ করেছেন তিনি। গতরাতে জাতীয় লকডাউন ঘোষণা করা হয়েছে। সঙ্গে দ্রুত হারে নয়া প্রজাতির করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সেই পরিস্থিতিতে অভ্যন্তরীণ পরিস্থিতির উপর নজর রাখতে ব্রিটেনে থাকতে চান জনসন।’

১৯৯৩ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবমিলিয়ে পাঁচটি ক্ষেত্রে কোনও ব্রিটিশ নেতা ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন। ষষ্ঠ নেতা ও দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পাওয়ার কথা ছিল জনসনের। কিন্তু নতুন করে করোনার প্রকোপে ভেস্তে গেল সেই সফর।