দ্য শেয়ার নিউজ ডেস্ক : সিডনি টেস্টে ইতিহাস গড়তে চলেছেন ক্লেয়ার পোলোস্যাক। যিনি প্রথম মহিলা হিসেবে পুরুষদের টেস্ট ক্রিকেটে ম্যাচ অফিসিয়াল হিসেবে নজির গড়তে চলেছেন। ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আগেও একাধিক নজির তৈরি করেছেন ৩২ বছরের ক্লেয়ার। পুরুষদের ক্রিকেটে প্রথম মহিলা অনফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৯ সালে আইসিসির ডিভিশন ২ লিগের নামিবিয়া বনাম ওমান ম্যাচে সেই নজির তৈরি করেছিলেন তিনি। নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা ক্লেয়ার কোনওদিন পেশাদারী ক্রিকেট খেলেননি। সেই সময় তাঁদের এলাকায় মহিলা ক্রিকেট ছিল না বলে একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন ক্লেয়ার।
তিন-চারবার পরীক্ষার পর আম্পায়ারিং পরীক্ষায় পাশ করেছিলেন ক্লেয়ার। সেজন্য বাবাকে বড়সড় কৃতিত্ব দেন তিনি। যিনি ২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে ক্লেয়ারকে সিডনিতে নিয়ে আসতেন। সিডনি বিশ্ববিদ্যালয়ে পুরুষ ক্রিকেট আম্পায়ারিং শুরু করেন তিনি। অস্ট্রেলিয়ায় পুরুষদের লিস্ট এ প্রতিযোগিতায় তিনিই প্রথম মহিলা ম্যাচ অফিসিয়াল ছিলেন।
Leave A Comment
You must be logged in to post a comment.