শান্তনু গুপ্ত

দ্য শেয়ার নিউজ ডেস্ক : “স্মৃতিতে তুমি সত্ত্বায় তোমার আদর্শ”এই ভাবনায় সি. পি. আই (এম) বৈদ্যবাটি-শেওড়াফুলি এরিয়া কমিটির অন্তর্গত ১৩ নং শাখার উদ্যোগে প্রয়াত কমরেড নির্মলজ্যোতি চ্যাটার্জীর স্মরণসভা আয়োজিত হলো ৪ঠা অক্টোবর বিকালে স্থানীয় ইউ. আর. সি ক্লাব প্রাঙ্গণে। সাতের দশকের উত্তাল সময়ে নির্মলদার বামপন্থী রাজনীতিতে প্রবেশ। মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের নেতা হিসেবে বৃহত্তর দায়িত্ব পালন থেকে শুরু করে অসংগঠিত রিক্সা শ্রমিকদের সংগঠিত করা, সমস্ত ক্ষেত্রেই নির্মলদার স্বতঃস্ফূর্ত সাফল্য প্রমাণ করে মানুষের কাছে কতখানি গ্রহণযোগ্য ছিলেন তিনি। শুধু রাজনীতি নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রেই ছিলো তাঁর অবাধ আনাগোনা। পুজো কমিটি থেকে প্রতিরোধ বাহিনী, ক্লাব থেকে সামাজিক কাজকর্ম সবেতেই জড়িয়ে থাকা মানুষটিকে তাই স্মরণে শ্রদ্ধায় বরণ করতে এলাকার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এই সভায়। ফুলে ফুলে ভরে যাওয়া নির্মলদার ছবিটাই যেন বুঝিয়ে দিল তাঁর জনপ্রিয়তা।

সুদর্শন রায় চৌধুরী, দেবব্রত ঘোষ, তীর্থঙ্কর রায় প্রমুখ পার্টি নেতৃবৃন্দ স্মৃতিচারনায় নির্মলদার সামাজিক যোগাযোগ, মানুষকে আপন করে নেওয়ার সহজাত ক্ষমতার কথা এবং তাঁর রাজনৈতিক কাজে সামাজিক পরিচয়কে মিলিয়ে দেওয়ার গুণ রপ্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বর্তমান সময়ে রাজ্য এবং দেশ জুড়ে যখন অস্থিরতা, অপশাসনে অসহায় মানুষ যখন যন্ত্রণাকাতর তখন নির্মলদার মত মানুষের মাত্র ৭২ বছর বয়সে চলে যাওয়া আমাদের কাছে বড় ক্ষতি। তবু সদাহাস্যময়,মিশুক, প্রত্যেকের আপনজন হয়ে ওঠা নির্মলজ্যোতি চ্যাটার্জীরা আমাদের সত্ত্বা জুড়ে থেকে যান আর তাঁর পেতে যাওয়া আদর্শের লাল কার্পেট পাতা থাকবে আমাদের হৃদয় জুড়ে, এই শপথে এবং আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।