দ্য শেয়ার নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনা রুখতে সক্ষম কোনও ভ্যাকসিনের পুরোদমে ব্যবহার শুরুর আগেই মারণ ভাইরাসে অন্তত ২০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে৷ শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিকের দাবি অনুযায়ী, যদি অতিমারি রুখতে সামগ্রিক ভাবে বলিষ্ঠ পদক্ষেপ না করা হয়, সেক্ষেত্রে মৃতের সংখ্যা ২০ লক্ষও ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে৷
প্রায় ৯ মাস আগে প্রথম বার চিনে করোন সংক্রমণের খোঁজ মিলেছিল৷ তার পর থেকে গোটা বিশ্বে মারণ ভাইরাসের আক্রমণে প্রায় ১০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন৷ গোটা বিশ্বের মানুষের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে COVAX স্কিম শুরু করছে, তাতে এখনও অংশগ্রহণ করেনি চিন৷ এ বিষয়ে এখনও পর্যন্ত চিনের সঙ্গে আলোচনা চালাচ্ছে WHO৷ যদিও এই স্কিমে অংশগ্রহণের সময়সীমা সাতদিন আগেই শেষ হয়েছে৷ বিশ্বের ১৫৯টি দেশ এখনও এই প্রকল্পে যুক্ত হয়েছে৷ শুক্রবারই চিনের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক দাবি করেন, ক্লিনিক্যাল ট্রায়ালের মাঝেই সাধারণ মানুষের উপরে ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করার সিদ্ধান্তকে সমর্থন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
Leave A Comment
You must be logged in to post a comment.