দ্য শেয়ার নিউজ ডেস্ক : পুণে থেকে বিমানে অবশেষে কলকাতায় এল করোনা ভ্যাকসিন। দুপুর দেড়টা নাগাদ ‌বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। সেখানে হাজির ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি ও পুলিশ আধিকারিকরা। সতর্কতার সঙ্গে ইনসুলেটেড ভ্যানে তোলা হয় ভ্যাকসিন আর সেখানে থেকে তা পৌঁছে যায় বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। পুণের সেরাম ইন্সটিটিউট থেকে শহরে এসেছে কোভিশিল্ড ভ্যাকসিন। বিমানবন্দরেই রাখা ছিল চারটি ইনসুলেটেড ভ্যান। এর পর ভ্যাকসিন যাবে শহর ও বিভিন্ন জেলার ৯৪১টি কেন্দ্রে। ‌বিমানেই ভ্যাকসিন যাবে গুয়াহাটিতে। তারপর সেখান থেকে উত্তরপূর্ব ভারতের বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে কোভিশিল্ড।

মঙ্গলবার কলকাতায় এসেছে ৯ লক্ষ ৬০ হাজার ভ্যাকসিনের ডোজ। মোট ৮৩টি বাক্সে রয়েছে সেই ভ্যাকসিনের ডোজ। যে ভ্যানে ভ্যাকসিন পরিবহণ করা হচ্ছে তাতে রয়েছে অত্যাধুনিক জিপিএস ব্যবস্থা। তার জেরে স্বাস্থ্য ভবনে বসেই দেখা যাবে ভ্যানগুলি কোথায় যাচ্ছে। এর সুবিধা হল, কোনওরকম দুর্ঘটনা বা অন্য সমস্যায় পড়লে ভ্যানগুলি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।