প্রধানমন্ত্রীর হলদিয়ার অনুষ্ঠানে যাচ্ছেন না এই কথা টুইট করে সাফ জানিয়ে দিয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী বা দেব। ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য বিজেপির সৌমিত্র খাঁর কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি। ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। আমন্ত্রণ জানানো হয়েছে তিন তৃণমূল সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং দেবকে। বুধবার সকালে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ টুইট করেন, হলদিয়ায় মোদীর সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী।
এই টুইটের জবাবে দেব লেখেন, ‘আপনার রাজনৈতিক জীবনের যাত্রা ও সাফল্য দেখে আমার সত্যিই গর্ব হয়। তবে আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের রাজনৈতিক ভাবনাচিন্তা একেবারে আলাদা, তবে আমরা আগে একই দলে থাকার সময় যে সুন্দর সময় কাটিয়েছি, তা আমি এখনও স্মরণ করি। এই অনুষ্ঠানের জন্য আমার শুভ কামনা রইল। শুভ কামনা রইল আপনার এবং আপনার দলের প্রতিও।’ দেব জানিয়ে দিলেন যে তিনি এই অনুষ্ঠানে থাকবেন না। যদিও এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
Leave A Comment
You must be logged in to post a comment.