দ্য শেয়ার নিউজ ডেস্ক : আইপিএলে একেবারেই ভালো পারফর্ম্যান্স করতে পারেনি চেন্নাই সুপার কিংস। দলগতভাবে চেন্নাই যেমন খারাপ পারফরম্যান্স করেছে তেমন ব্যক্তিগতভাবেও খারাপ পারফর্ম্যান্স করেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পরে এবং ২০২০ সালে ১৫ আগস্ট আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানানোর পরে আইপিএল ২০২০ সালেই তাঁর ২২ গজে প্রত্যাবর্তন ঘটে। আইপিএলে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি মাহি।

বর্তমানে তিনি রয়েছেন দুবাইতে। সেখানেই সাক্ষী সিং ধোনির ৩২তম জন্মদিন পালন করলেন মাহি। তাদের সঙ্গে এই সেলিব্রেশনে যোগ দিয়েছেন শোয়েব মালিক এবং তাঁর স্ত্রী সানিয়া মির্জা। তাঁদের ইন্সটাগ্রাম স্টোরিতে সানিয়া, শোয়েব, ধোনি, সাক্ষী এবং সানিয়ার বোন আনামের একসঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন ‘ফান টাইম’ অর্থাৎ মজার সময় উপভোগ করছি।প্রসঙ্গত পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে সম্প্রতি খেলতে ব্যস্ত ছিলেন শোয়েব মালিক।