দ্য শেয়ার নিউজ ডেস্ক : রীতিমতো হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পিটুনি দিয়ে শুধু হাসপাতালেই থেমে থাকলেন না। শ্মশান যাত্রার কথাও জানিয়ে দিলেন। রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক জনসভায় দিলীপের হুঙ্কার, “দিদির যে ভাইয়েরা এখনও উৎপাত করছে, মারপিট করছে, তাদের বলছি ছয় মাসে শুধরে যান। তা না হলে হাত পা ভাঙবে, পাঁজর ভাঙবে, মাথা ফাটবে। হাসপাতাল হয়ে বাড়ি যেতে হবে। বেশি বাড়াবাড়ি করলে শ্মশানে যেতে হবে।”
এদিন হলদিয়াতে বাইক র্যালিও হয়। জনসভায় বঙ্গ বিজেপির সভাপতি বলেন, “দিদির পুলিশ দিয়ে ভোট হবে না। দাদার পুলিশ দিয়ে হবে। খাকি পোশাকের পুলিশকে বুথ থেকে ১০০ মিটার দূরে আম গাছের তলায় চেয়ার পেতে দেওয়া হবে। ওখানে বসে খৈনি খাবে আর ভোট দেখবে। দিল্লি থেকে দাদার পুলিশ আসবে চক্রাবক্রা পোশাক পরে। লাঠি থাকবে, বন্দুক থাকবে।” পাশাপাশি বিজেপি নেতৃত্ব মনে করে তৃণমূল কর্মী-সমর্থকরা দলে আসতে চাইলেও ভয়ে আসতে পারছে না। দিলীপ ঘোষ অভয় দিয়ে বলেন, “যারা দলে আসতে চাইছেন পুলিশ কেসের ভয়ে আসতে পারছেন না তাঁরা কয়েকটা মাস অপেক্ষা করুন। দিদির পুলিশের দাঁত ভেঙে দেবে অমিত শাহ। এখন ভিতরে ভিতরে কাজ করে যান।”
Leave A Comment
You must be logged in to post a comment.