দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তাই কোয়ারেন্টিনে থাকবেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। নিজেই টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী জানিয়েছেন, বন্ধু ট্রাম্পের দ্রুত আরোগ্য ও ভালো স্বাস্থ্যের প্রার্থনা করছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও ঘনিষ্ট বলে পরিচিত হোপ হিক্সের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার পরই কোভিড পরীক্ষা হয় ট্রাম্প ও মেলানিয়ার। সেই রিপোর্টই জানা গেল সংক্রমিত ট্রাম্প ও তাঁর স্ত্রী। আপাতত কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আসা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন, হোপ হিক্স সামান্য বিরতি না নিয়েই কঠীন পরিশ্রম করত। এদিন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সাংঘাতিক! তিনি এবং ফার্স্ট লেডি করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আপাতত তাঁদের কোয়ারেন্টিন প্রক্রিয়া চালু হল।
Leave A Comment
You must be logged in to post a comment.