দ্য শেয়ার নিউজ ডেস্ক : নব বারাকপুরের বিশিষ্ঠ সমাজসেবী সুখেন্দু বিশ্বাস (পান্না) এবং এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের উদ্যোগে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রনী সেনাদের জানানো হল সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল ছাড়াও বিশিষ্ট চিকিৎসক পঙ্কজ অধিকারী, তীর্থঙ্কর সরকার। তাঁদের হাত দিয়েই নার্স, স্বাস্থ‍্যকর্মী, সাফাইকর্মী,অ্যাম্বুলেন্স কর্মীদেরকে সংবর্ধিত করা হয়। এছাড়াও অধ্যাপক দীপঙ্কর সরকার, বিশিষ্ট সমাজসেবী চন্দন দে, বিশ্বজিৎ বিশ্বাস, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী দেবব্রত দে, চৈতালি চন্দ,সাংবাদিক দেবাশিস দত্তের উপস্থিতিতে অনুষ্ঠান এক অন্য মাত্রা নিয়েছিল।

গত মার্চ মাস থেকে কোভিড-১৯ নামক রোগের প্রকোপে গোটা পৃথিবীই যেন থমকে গিয়েছে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেও লক্ষ লক্ষ মানুষ এই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন। মারাও গিয়েছেন অনেক অনেক মানুষ। তারই মাঝে আশার আলো যে, দেশের চিকিতসকরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে সঙ্গে অন্যান্য স্বাস্থকর্মীদের নিয়ে বহু মানুষের প্রাণও বাঁচিয়েছেন। ছোঁয়াচে রোগের ভয়কে উপেক্ষা করে। তাই, তাঁদের সংবর্ধনা দেওয়া যেন সার্থক মানবরূপী দেবতাদেরকেই কৃতজ্ঞতা জানানো। এবার পুজোর সময় সেই কাজটাই করে দেখালেন নব বারাকপুরের বিশিষ্ঠ সমাজসেবী সুখেন্দু বিশ্বাস (পান্না) এবং এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভোর। অনুষ্ঠানে সংবর্ধনা পেয়ে আরও যেন উতসাহ পেলেন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রণী সেনারা। তাঁরা সমানে বলে গেলেন, তাঁরা তো মানুষের পাশে থাকবেনই। পাশাপাশি এই মারণব্যাধির থেকে বাঁচার জন্য মানুষকেও হতে হবে সচেতন।