দ্য শেয়ার নিউজ ডেস্ক : শুক্রবারই দল থেকে পদত্যাগ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এদিন পদত্যাগ করলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীরও। শুক্রবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। ১ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে তাঁকে। তাঁর স্থলাভিষিক্ত হবেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার গৌরব শর্মা। প্রসঙ্গত, কর্মজীবনের আর মাত্র ৪ মাস বাকি ছিল হুমায়ুন কবীরের।

সূত্রের খবর, ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন তিনি। রাজনীতিতেও যোগ দিতে পারেন তিনি। সম্ভবত তৃণমূলে যোগ দিতে পারেন হুমায়ুন কবীর। এমন বলার কারণ,মাস কয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর স্ত্রী অনিন্দিতা দাস কবির। হুমায়ুন কবীরের বিরুদ্ধে আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগে সরব ছিল বিরোধীরা। এমনকী নির্বাচনের আগে কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। এহেন পুলিশকর্তার ইস্তফায় তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনায় রাজ্য রাজনীতি সরগরম।