দ্য শেয়ার নিউজ ডেস্ক : বৃহস্পতিবার শুভ মহালয়ার দিন। পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের শুরু। এমন শুভ দিন আর একটু বেশি শুভ হল বৈকি। কারণ, মহালয়ার দিনই যে একইসঙ্গে হচ্ছে বিশ্বকর্মা পুজোও। এমন দিনে পথ চলা শুরু করল ‘দ্য শেয়ার নিউজ ডট কম’। দ্য শেয়ার নিউজের গর্ভগৃহে হল বিশ্বকর্মা পুজোও। আগামি দিনগুলোতে পাঠকের সঙ্গে একাত্ম হতে, আন্তরিকতা বাড়াতে, লাগাতার চেষ্টা চালিয়ে যাবে দ্য শেয়ার নিউজ ডট কমের প্রত্যেক সদস্য। আপনারা যাঁরা চোখ রাখবেন দ্য শেয়ার নিউজের ওয়েবসাইটে, তাঁরাও হবেন আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। একটা যৌথ পরিবারে যেমন একজন মাথা থাকেন, তেমনই দ্য শেয়ার নিউজের মাথাতেও রয়েছেন ওয়েবসাইটের সম্পাদক মহাশয়। তিনি এবং দ্য শেয়ার নিউজ মনে করে, পরিবারের প্রত্যেকের মত পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই বাংলা ভাষা পড়তে পারা, বাংলা ভাষা বুঝতে পারা, এই পৃথিবীর সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ, আপনারা দ্য শেয়ার নিউজের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে নিজেদের মতামত অবশ্যই দেবেন। যাতে, দ্য শেয়ার নিউজ তার সবরকম খামতি, ঘাটতি, ত্রুটি বর্জন করে, যথার্থ ভালো মানের এবং মনের কাছাকাছি পৌঁছনোর এক প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। আমাদের ভালো লাগছে আজকের মতো শুভ দিন আমাদের দেশের প্রধানমন্ত্রীরও জন্মদিন বলে। স্বাধীন ভারতবর্ষের একটি সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনাদের সঙ্গে আমরাও প্রধানমন্ত্রীকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। তিনি সুস্থ থাকুন। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর আজ জন্মদিন নয়। তাতে কি? তাঁরও সুস্থতা কামনা করছি। তিনিও ভালো থাকুন। আমাদের রাজ্যের প্রত্যেক রাজনৈতিক কর্মী, সমাজের গুরুত্বপূর্ণ পেশায় জড়িয়ে থাকা মানুষদের শুভেচ্ছা জানাচ্ছি। বলতে চাইছি, আমরা সমস্ত ভালো কাজের প্রশংসা করব। দরকারে খারাপ কাজের ভুল ধরিয়ে দেবো। কিন্তু, উদ্দেশ্যটা কখনওই বিরোধিতা করা হবে না। উদ্দেশ্য হবে, যেকোনও কাজ যাতে ভালো হয়। সেদিকে নজর রাখা। অবশ্যই বাড়তি নজর থাকবে চিকিতসক এবং শিক্ষকদের প্রতি।

আমরা আপনাদেরকে সবসময় সব খবর সবার আগে জানাবো, এমন দাবি করছি না। তবে, কিছু ক্ষেত্রে কিছু খবর তো আপনি সবার আগেই দ্য শেয়ার নিউজ ডট কম থেকে পাবেন। এছাড়াও প্রত্যেকটি খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাবেন। রোজকার জীবনে চলতে গেলে যে খবরগুলো সাধারণ মানুষের দরকার হয়, আমরা সেগুলোই আপনাদেরকে পরিবেশন করব। ভাবছেন, তাহলে দ্য শেয়ার নিউজ ডট কম অন্যদের থেকে আলাদা কোথায় হল? সেই তো খবরের কথা আর খবরের কচকচানির গল্প। না। আমরা কথা দিচ্ছি, আমরা শুধুই আপনাকে খবর দেবো না। বরং, আপনাদের খবর রাখব। আপনাদের সারাদিনের প্রচুর কাজের চাপে যখন একটু বিশ্রাম নিতে চাইবেন, দেখবেন, দ্য শেয়ার নিউজ ডট কম হয়ে উঠছে, আপনার সেই ‘রিলিফ’। একটা ভরসা, একটা ছায়া, একটা কাঁধ একজন বন্ধু। যে, খানিকটা সময়ের জন্য হলেও আপনাকে চাপ মুক্ত রাখবে। তরতাজা করে তুলবে, আপনার জীবনের সাফল্যের জন্য। দ্য শেয়ার নিউজ ডট কম আপনার কাছে খবর পড়ার মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় না। বরং, বন্ধু হিসেবে হাত বাড়াতে চায় আপনার জীবনের চলার পথে।

আমাদের আশা আপনাদের সঙ্গে দ্য শেয়ার নিউজ ডট কমের যে বন্ধুত্ব আজকের এই শুভদিন থেকে বলে কয়ে শুরু হল, তা চিরকাল থাকবে দৃঢ় এবং হয়ে উঠবে উতসব মুখর। দেবী দুর্গা সকলকে ভালো রাখুন। এই প্রার্থনা করে আপনাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলাম বন্ধুত্বের হাত। রোজ দিনের খানিকটা সময় দ্য শেয়ার নিউজ ডট কম বন্ধুকেও দেবেন। এই আশা রাখি।