দ্য শেয়ার নিউজ ডেস্ক : সম্পত্তি ভাঙার মামলায় বড় জয় পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার বম্বে হাইকোর্ট সাফ জানিয়ে দিল, বৃহন্মুম্বই পুরনিগম বেআইনিভাবে বান্দ্রার পালি হিলে অবস্থিত কঙ্গনার অফিস ভেঙেছে। বিচারপতি এস জে কাঠাওয়ালা এবং আর আই চাগলার ডিভিশন বেঞ্চ এদিন ওই বাংলো পুনর্নিমাণের অনুমতি দিয়েছে। কিন্তু ভাঙা অংশের পুনর্নিমাণ করতে ঠিকঠাক প্ল্যানিং করে তার জন্য অনুমতি নিতে হবে বিএমসির কাছ থেকে। তার মানে অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না কঙ্গনা।

এদিন বম্বে হাইকোর্ট জানিয়েছে, বাংলো ভাঙার জন্য বিএমসির কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবেন অভিনেত্রী। আদালত ক্ষতির মূল্যায়ণের জন্য একজনকে নিয়োগ করেছে, যিনি ভাঙা অংশের আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে যথাযত ক্ষতিপূরণের নির্দেশিকা দেবেন। এছাড়াও আদালত কঙ্গনাকে সতর্ক করে জানিয়েছে, মামলাকারীর ফিল্ম ইন্ডাস্ট্রি এবং রাজ্যের পরিবেশ নিয়ে অভিযোগকে গ্রহণ করা হবে না। জনসমক্ষে সম্মান বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কঙ্গনাকে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।