দ্য শেয়ার নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কালীপুজো-সহ অন্যান্য পুজোগুলিতে বিধিনিষেধ চেয়ে দায়ের মামলায় এই মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কালীপুজো ও দীপাবলিতে রাজ্যবাসীকে বাজি না ফাটাতে অনুরোধ করেছে আদালত।

করোনা পরিস্থিতিতে কালীপুজো, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো, ছটপুজো ও বড়দিন পালনের বিধিনিয়ম বেঁধে দেওয়ার দাবিতে আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্গাপুজোয় সংক্রমণ রুখতে আদালত যে নির্দেশ দিয়েছিল তা বাস্তবায়নে রাজ্য সরকারের ভূমিকা অনুকরণীয়। কোথাও কোথাও তার ব্যতিক্রম হলেও মোটের ওপর ভাল কাজ করেছে সরকার।’ এরপর বিচারপতি বলেন, রাজ্য সরকারের তৎপরতার জন্যই দুর্গাপুজোর পরেও করোনা সংক্রমণ বাড়েনি।