দ্য শেয়ার নিউজ ডেস্ক : শুভেন্দু অধিকারীর পর রাজ্যের শাসকদল থেকে সম্প্রতি বিজেপিতে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপক হালদার, প্রবীর ঘোষাল এবং বৈশালী ডালমিয়া। বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে তাঁদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা লোভী এবং ভোগী আমরা তাড়াবার আগেই তাঁরা দল থেকে চলে গেছে বিজেপিতে ভোগ করার জন্য। তাঁদের জন্য রাস্তা খোলা। চলে যান। বিজেপি দলটা তো লোভে ভরে গেছে। ভোগে মরে গেছে। দাঙ্গা করে করে পচে গেছে। আজ দেশকে বিক্রি করে দিয়েছে বিজেপি। সোনার বাংলা চাই না, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান চাই। বিদায় দাও, বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার মাতৃভূমি ফিরিয়ে দাও, আমার দেশ ফিরিয়ে দাও। রাজ্য নয়, গোটা দেশ থেকে বিজেপিকে তাড়াব।’
আলিপুরদুয়ারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের ট্রেন পাঠাতে পারেননি। দুর্নীতিগ্রস্তদের চার্টার্ড বিমান পাঠাচ্ছেন। যে বেশি দুর্নীতি করেছে তাঁরা তো পালাবেই। তাঁদের পালাতে দিন। কে, কী আমার খুব ভালভাবে জানা আছে। ওই লাফঝাঁপ সব বন্ধ হয়ে যাবে। বিধানসভার পর সব বুঝতে পারবে। কোনও আসনে জিতবে না বিজেপি। সিপিএম ও কংগ্রেস কয়েকটা আসনে জিততে পারে। কিন্তু তৃণমূলের আসন ছিনিয়ে নেওয়া অত সহজ নয়। লোকসভা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখানে সব আসনে জিতল বিজেপি। বলেছিল, বন্ধ চা বাগান সব খুলে দেবে। কিন্তু একটাও খুলেছে কি? কেন্দ্র সরকার অধিগ্রহণ করবে বলেছিল। কিন্তু করেছে কি? মোদীজি বলেছিলেন সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে। দিয়েছে কি?’
Leave A Comment
You must be logged in to post a comment.