দ্য শেয়ার নিউজ ডেস্ক : বামেরা বলত উন্নততর বামফ্রন্ট। এবার রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেল সেই সুর। বৃহস্পতিবার তৃণমূলের এসসিএসটি সেলের সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ভালবেসে বললে ঘর মুছে দেবো, বাসন মেজে দেব। কিন্তু কেউ যদি চোখ রাঙান, তাহলে পাল্টা জবাব দেবো। তৃণমূলের বিকল্প হল, উন্নত তৃণমূল। ত্রিপুরায় মানুষ কেমন আছে দেখে আসুন, ওরা কেমন আছে। বাংলা অনেক ভালো আছে। বিজেপি ভেবেছে তৃণমূলের কটা গদ্দারকে নিয়ে দল করবে। মীরজাফরকে মানুষ মেনে নেয়নি। কিন্তু সিরাজদৌল্লাকে মানুষ মেনে নিয়েছিল। বিজেপি গোটা দেশটাকে বেচে দেওয়ার চেষ্টা করছে। শিল্পীদের চাপ দেওয়া হচ্ছে বিজেপির আইটি সেল থেকে। আমাকে ধমকে চমকে লাভ নেই। আমার কন্ঠ থামানো যাবে না। লড়াই করে উঠে এসেছি। আমি মানুষের দয়ায় আছি। এত টাকা ওদের কাছে কোথা থেকে এল। রেল, কোল, সেলট্যাক্স বিক্রি করে? বিজেপিতে ভয় পেয়ে যাচ্ছে লোকে। বাংলায় শান্তিতে থাকতে গেলে বিজেপিকে বিদায় দিন। আমি ওদের মতো সোনার থালায় কলাপাতা পেতে খাই না। কিন্তু গ্রামে ঘুরতে ঘুরতে কারও বাড়িতে ধুলো মেখে ঢুকি। ধুলোই আমায় ভালবাসা। নির্বাচনে যতই ভয় দেখাক, আমাদের জিততেই হবে।’
Leave A Comment
You must be logged in to post a comment.