দ্য শেয়ার নিউজ ডেস্ক : এবার ম্ভাবত, রাজ্য বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে এই ঘটনার সাক্ষী করতে রাজভবনের অনুমতি চেয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। যেহেতু আর কয়েক দিনের মধ্যে ঘোষিত হবে ভোটের নির্ঘণ্ট। তাই এই বাজেট পূর্ণাঙ্গ নয়, ভোট অন অ্যাকাউন্ট। শুক্রবার দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অর্থমন্ত্রী অমিত মিত্রকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে বিধানসভায় এসে বাজেট পেশ করাতে অপারগ তিনি। সে কারণেই বাজেট বক্তৃতা পেশের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে তুলে নিতে পারেন। নবান্নে সূত্রের এমনটাই খবর।

অর্থমন্ত্রী নিজে রাজ্যপালের কাছে চিঠি লিখে বাজেট পেশ করার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সেই আবেদন মঞ্জুরও হয়েছে বলে খবর।প্রসঙ্গত, বাংলাতে এমটা এর আগে না হলেও দেশের প্রেক্ষিতে প্রশাসনিক প্রধান হিসেবে বাজেট পড়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী মোররাজি দেসাই পদত্যাগ করায়। অর্থ মন্ত্রক নিজের কাছেই রেখেছিলেন ততকালীন প্রধানমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও করতে চলেছেন তেমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে।