দ্য শেয়ার নিউজ ডেস্ক : ভালো থাকার ভ্যাকসিন, এমনই ক্যাচ লাইন নিয়ে রবিবার শুরু হলো মীরাক্কেল ১০। বাংলা টেলিভিশনের এই যুগান্তকারী অনুষ্ঠানটি গত চার বছর বন্ধ ছিলো, তাই এই সিজন নিয়ে দর্শক দের মধ্যে উত্তেজনাও ছিলো প্রবল। প্রথম দিনের এপিসোডের পরই মীরের ব্যাক্তিগত ফেসবুক পোস্ট এ উপচে পড়লো একরাশ হতাশা ভরা কমেন্টস। যার একাংশ ছিলো শো এর মান নিয়ে কিন্তু অধিকাংশটাই ছিলো নতুন বিচারক প্যানেল নিয়ে। কেউ লিখছেন মন ভরলেও পেট ভরলনা। কেউ বলছেন আগের সিজনগুলোর সাথে এই সিজন এর তফাৎ ততটাই যতটা গজ দাঁতের সাথে আক্কেল দাঁতের।
প্রথম পর্বে মহিলা প্রতিযোগী যিনি কথা বলা পুতুল নিয়ে পারফর্ম করছিলেন, তাঁকে মাঝ পথে থামিয়ে দেওয়া নিয়েও রয়েছে বিস্তর ক্ষোভ। যে অনুষ্ঠান দর্শকের খুব ভালোবাসার হয় সেটা নিয়ে আবেগও বেশি থাকে আশাও বেশি। কেউ কেউ তো এমন দাবি করছেন যে, রিয়েলিটি শো তে wildcard entryতে প্রতিযোগী ফিরে আসে যেমন, আপনারা বিচারকদের ফিরিয়ে আনুন। এখন সপ্তাহে মাত্র একটি এপিসোড হয়। তাই নির্মাতাদের হাতে সময় ও বেশি। তাই আশা করাই যায় যে, তাঁরা তাদের ভুল ত্রুটি দ্রুত ঠিক করে ফেলে শো-টিকে আবার আগের মতো জনপ্রিয় করে তুলবেন। দর্শক হিসেবে আমাদের শুভেচ্ছা রইলো।
Leave A Comment
You must be logged in to post a comment.