দ্য শেয়ার নিউজ ডেস্ক : কবে আসবে করোনা টিকা এই প্রশ্নের কোনও নির্দিষ্ট সময়সীমা মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে দিলেন না প্রধানমন্ত্রী। তিনি বললেন যে টিকা নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে কিন্তু কবে টিকা পাওয়া যাবে সেটা নির্ভর করে হু সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র দেওয়ার উপর। তবে টিকা যে স্বচ্ছ ও মসৃন ভাবে দেওয়া হবে ও টিকার সুরক্ষা নিয়ে কোনও আপোস করা হবে না, সেটি স্পষ্ট করে দেন মোদী।

The Governor of Nagaland, Shri R.N. Ravi calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 08, 2019.[/caption]

প্রধানমন্ত্রী বলেন যে এখনও পর্যন্ত এটা নিশ্চিত নয় যে একটা ডোজ লাগবে, না দুটো লাগবে। একই সঙ্গে ভারতে তৈরি হওয়া টিকা সহ যেখানে যা টিকা তৈরি হচ্ছে, তার উপর সরকার কড়া নজর রাখছে বলে জানান প্রধানমন্ত্রী। কিন্তু যতক্ষণ না নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র আসে, টিকা সংক্রান্ত টাইমলাইন যে দেওয়া সম্ভব নয়, সেটা সাফ করে দেন প্রধানমন্ত্রী। এই বিষয় যে সরকার বিজ্ঞানীদের কথা অনুযায়ী চলবে, সেটাও বলেন তিনি। মোদী বলেন যে রাজনীতিবিদরা বৈজ্ঞানিক নয়, তাই বিশেষজ্ঞদের কথা অনুযায়ী চলতে হবে। তবে ভারত যে টিকাই দেয়, সেটা যে পুরোদস্তুর নিরাপদ হবে ও বিশ্বের যে কোনো গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেই নিয়ে আত্মবিশ্বাসী মোদী।