দ্য শেয়ার নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই দিন যেমন তিনি শুভেচ্ছার বন্যায় ভেসেছেন, তেমনই তাঁকে অনেক বিরোধীতার মুখেও পড়তে হয়েছে। দেশের বেকারত্ব দিবসও পালন হয়েছে। সবথেকে বড় কথা, এমন দিনে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলে হরসিমরত বাদল। এমন ঘটনা ঘটতেই সরব হয়েছেন বিরোধীরাও। শুক্রবার এই বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আসল উপলক্ষ্য ছিল, বিহারের কোশী নদীর সেতু উদ্বোধন। ওই অনুষ্ঠানেই কৃষকদের কথা টেনে আনলেন প্রধানমন্ত্রী। কৃষিক্ষেত্রে সংস্কার আনতে ৩টি বিল এনেছে সরকার। ইতিমধ্যে যেটা কৃষকবিরোধী আখ্যা দিয়েছে বিরোধীরা।

নরেন্দ্র মোদীর বার্তা, ‘দেশের কৃষকদের উদ্দেশে আবেদন করছি, কৃষি নিয়ে যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তাঁদের থেকে সতর্ক থাকুন, যাঁরা বিভ্রান্ত করছে, প্ররোচনা দিচ্ছে, তাঁদেরকে নিয়ে সতর্ক থাকুন। পুরনো ব্যবস্থা বহাল রেখে আপনাদের অবস্থার ফায়দা তুলতে চাইছে ওঁরা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে কৃষকদের নিয়ে অনেক কথা বলেছেন ওঁরা, কিন্তু কাজের কাজ কিছু করেনি।কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবেন না বলে মিথ্যা প্রচার চলছে। চাল, গমের মতো ফসল চাষিদের থেকে সরকার কিনবে না, এমন ভুয়ো খবর রটানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ও কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা। ন্যূনতম সহায়ক মূল্য যাতে কৃষকরা পান, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। কিন্তু ওঁরা ভুলে যাচ্ছে দেশের কৃষকরা অনেক বেশি সচেতন।’ প্রসঙ্গত, লকডাউনের মাঝে কৃষি ক্ষেত্রে সংস্কাররের উদ্দেশ্যে ৩টি অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তিনটি বিল পাস হয় লোকসভায়। এবার সেগুলি পেশ হবে রাজ্যসভায়।