দ্য শেয়ার নিউজ ডেস্ক : ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট! অজিঙ্কা রাহানে ব্যাট হাতে অজি বোলারদের একাই সামলে নিলেন। দুরন্ত সেঞ্চুরি করে দলকে এনে দিলেন লিড। রবিবারের মেলবোর্ন একাই মাতিয়ে দিলেন রাহানে। কোহলির অনুপস্থিতিতে ব্যাটিংকে কার্যত একাই টানলেন তিনি। দিনের শেষে রাহানে অপরাজিত ১০৪ রানে। কেরিয়ারের ১২তম শতরান করার পথে নিজের ইনিংসে এখনো পর্যন্ত ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন। ব্যাটসম্যান রাহানের সৌজন্যেই ভারত মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষে মাঠ ছাড়ল স্কোরবোর্ডে ২৭৭/৫ তুলে। আপাতত ৮২ রানের লিড ভারতের। রাহানের সঙ্গে ব্যাট হাতে ভরসা জুগিয়ে গেলেন জাদেজাও। তিনিও অপরাজিত ৪০ রানে।
অথচ দিনের শুরুতেই ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন টেস্টের একনম্বর পেসার প্যাট কামিন্স। ৩৬/১ থেকে দিন শুরু করে গিল এবং পূজারা ভারতীয় ইনিংসকে দারুণভাবে টানছিলেন। অভিষেকেই হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন গিল। তবে গিলকে ফেরান কামিন্স। ঠিক তার পরের ওভারেই পূজারাকেও ফেরান তিনি। ৯০/৩ স্কোর নিয়ে লাঞ্চে যায় ভারত। দ্বিতীয় সেশনের শুরুতেই ভারত হারায় হনুমা বিহারীকে। তারপর ঋষভ পন্থের সঙ্গে ছোট পার্টনারশিপ খেলেন রাহানে। তবে ক্রিজে বেশিক্ষণ টেকেননি ঋষভ পন্থ। ব্যক্তিগত ২৯ রানের মাথায় পন্থকে ফেরান মিচেল স্টার্ক। তারপর পুরোটাই জাদেজা আর রাহানের যুগলবন্দির কাহিনী রবিবারের মেলবোর্নে।
Leave A Comment
You must be logged in to post a comment.