দ্য শেয়ার নিউজ ডেস্ক : আরও একটা খারাপ খবর বলিউডে। আশিকি খ্যাত অভিনেতা রাহুল রয় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হলেন হাসপাতালে। কার্গিলে সিনেমার শুটিংয়ের মাঝে আচমকা ব্রেন স্ট্রোক হয় রাহুলের। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় মুম্বইয়ে। সেখানে নানাবতী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে।

রাহুলের ভাই জানিয়েছেন, কার্গিলে নয়া ছবি এলএসি- লিভ দ্য ব্যাটলের জন্য শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। খারাপ আবহাওয়ার কারণে সেটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আচমকা ব্রেন স্ট্রোক হয় রাহুলের। তারপর তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় শ্রীনগরে। সেখান থেকে মুম্বইয়ে উড়িয়ে নিয়ে আসা হয় বিগ বস বিজয়ীকে। সেখানে নানাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছেন রাহুল।খারাপ আবহাওয়ার কারণেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, ১৯৯০ সালে মহেশ ভাটের আশিকি ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাহুল রয়। নয়া ছবিতে একজন মেজরের চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। পরিচালক নীতিন কুমার গুপ্তা ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন।