দ্য শেয়ার নিউজ ডেস্ক : মন্ত্রীত্ব আগেই ছেড়েছিলেন। এবার বিধায়ক পদ থেকে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূল থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তাতে দলের সমস্ত ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যহতি চেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো পদত্যাগপত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বহু সময় ব্যায় করেছেন দলের জন্য। এই সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ ও অন্যান্য সমস্ত পদ থেকে অব্যহতি চেয়েছেন।শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে বিধায়ক পদ থেকে রেহাই চেয়ে পদত্যাগপত্র জমা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে দলের বিরুদ্ধে লাগাতার মুখ খুলছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একের পর এক মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন তিনি। গত শুক্রবার রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। এখন দেখার যে শুভেন্দু অধিকারীর মতো তিনিও অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দেন কিনা। কারণ, রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্দলে থেকে মানুষের কাজ করা যায় না।
Leave A Comment
You must be logged in to post a comment.