দ্য শেয়ার নিউজ ডেস্ক : ভোটের আগে প্রজাতন্ত্র দিবসে ছড়িয়ে পড়ল ‘মৈত্রী’-র বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দিল্লির রাজপথে কুচকাওয়াজে সামিল হল পশ্চিমবঙ্গের ‘সবুজসাথী’ ট্যাবলো। যে প্রকল্পকে কিনা নিজের সরকারের সাফল্য হিসেবে বারবার তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘সবুজসাথী’-র বিষয়ে বাংলার ট্যাবলো দেখা গিয়েছে। সঙ্গে বেজেছে ‘আমরা যৌবনের দূত’ গান। ‘সবুজসাথী’ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন মমতা। বিভিন্ন জনসভাতেও ‘সবুজসাথী’-র ‘সাফল্য’ তুলে ধরেছেন। রাজ্যের দাবি, উচ্চশিক্ষার ক্ষেত্রে ‘সবুজসাথী’ সাইকেলের ভূমিকা নেহাত কম নয়। তারইমধ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস সরকারের প্রকল্পের ট্যাবলো নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অবশ্য পশ্চিমবঙ্গের ট্যাবলো ছিল না। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সংঘাতের আবহে ট্যাবলোর বিষয় নিয়ে রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তা কেন্দ্রের ছাড়পত্র পায়নি। তিনটি বিষয় ছিল – ‘কন্যাশ্রী’ ‘সবুজশ্রী’ এবং ‘জল ধরো জল ভরো’। সবগুলিই একেবারেই রাজ্য সরকারের প্রকল্প। বিশেষত আগেও একাধিকবার দিল্লির রাজপথে ‘কন্যাশ্রী’-র ট্যাবলো হাজির করানোর উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনওবারেই কেন্দ্রের ছাড়পত্র মেলেনি।