দ্য শেয়ার নিউজ ডেস্ক : এখন খেলছেন আইপিএলে। মহেন্দ্র সিং ধোনি এরপর কী করবেন? অবশেষে জানিয়ে দিলেন স্ত্রী সাক্ষী ধোনি। খোলসা করে জানিয়ে দিলেন, ক্রিকেট ধোনির প্রথম ভালবাসা হলেও, রুপোলি পর্দার প্রতিও মুগ্ধতা রয়েছে মহাতারকার। আগামী বছর থেকেই সিনেমার একগুচ্ছ প্রোজেক্ট নিয়ে নেমে পড়তে দেখা যাবে ধোনি-সাক্ষীকে। ২০১৯ সালেই নিজস্ব প্রোডাকশন হাউস খুলেছিলেন মাহি। একাধিক ভাষায় নির্মিত ডকুমেন্টারি ছবি রোর অফ দ্য লায়ন ধোনির ব্যানারে মুক্তি পেয়েছে আগেই। আগামী বছর ধোনির ব্যানারেই রয়েছে পাঁচটি প্রজেক্ট। এর মধ্যে একটি ওয়েব সিরিজ নির্মাণের কথাও রয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সাক্ষী ধোনি জানিয়েছেন, ‘একজন নতুন লেখকের এখনো অপ্রকাশিত বইয়ের স্বত্ব আমরা কিনেছি। সেই বইয়ের উপর ভিত্তি করে একটা ওয়েব সিরিজ বানানো হবে। এটা একটা পৌরাণিক স্কাই ফাই ছবি। যেখানে দেখানো হবে, একজন রহস্যময় আঘহরির জার্নি। এক প্রত্যন্ত দ্বীপে হাইটেক ফেসিলিটিতে গল্পের লোকেশন রয়েছে।’ সাক্ষী আরও বলেছেন, ‘ধোনি নিজের প্রোডাকশনের সঙ্গে অনেকটাই জড়িয়ে থাকবেন। হাউসের প্রাত্যহিক বিষয়গুলো আমি দেখভাল করে থাকি। আমাদের টিমের ইনপুট ও সাজেশন দেওয়ার পর আমি এবং মাহি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের লক্ষ্যই হচ্ছে ভালো স্টোরিকে হৃদয়গ্রাহী ভাবে উপস্থাপন করা।’