দ্য শেয়ার নিউজ ডেস্ক : ক্যাপ্টেন কুলও রেগে যান। তবে তাঁকে রাগাতে পারেন মাত্র একজনই। সেই কথাই ফাঁস করলেন সাক্ষী ধোনি। মঙ্গলবারই ৩২তম জন্মদিনে পা রেখেছেন সাক্ষী। সাক্ষী চেন্নাই সুপার কিংসের সঙ্গে ইনস্টাগ্রামে চ্যাটে আড্ডা দিলেন। সেখানে তিনি জানিয়েছেন, ধোনিকে একজন রাগিয়ে দিতে পারেন।
সেই ভিডিওতে সাক্ষী জানিয়েছেন, ধোনি বিশ্বের সমস্ত কিছুতেই প্রতিক্রিয়াহীন থাকতে পারেন। তবে স্ত্রী সাক্ষীকেই দেখলেই নাকি নিজের শান্ত শিষ্ট ভঙ্গি ঢাকতে পারেন না। মাঝেমাঝেই সাক্ষী ধোনিকে রাগিয়ে দেন। কারণ তিনি-ই সবথেকে কাছের। ধোনিকে রাগানোর অধিকার তো তাঁর-ই রয়েছে। সাক্ষী আরো জানালেন, বাড়িতে তাঁরা কোনোদিন ক্রিকেট নিয়ে আলোচনা করেন না। কারণ ধোনির পেশা হল ক্রিকেট।
Leave A Comment
You must be logged in to post a comment.