দ্য শেয়ার নিউজ ডেস্ক : আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের শর্তসাপেক্ষে স্কুল যাওয়ার ক্ষেত্রে সায় দিয়েছিল কেন্দ্র। তবে যে হারে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী তাতে রাজ্যে সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছেম শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘করোনা হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই এখন স্কুল খোলার কথা ভাবা হচ্ছে না।’ শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে কেন্দ্র এবং রাজ্য সংঘাত যে আরও জোরাল হল, সে বিষয়ে কোনও সংশয় নেই।

নিজের বিধানসভা এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানান পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই স্কুল খোলা প্রসঙ্গে এমন কথা বলেন তিনি। উচ্চমাধ্যমিকে এবার আশাতীত সাফল্য পেয়েছে ছাত্রছাত্রীরা। অন্য বছরগুলোর তুলনায় নম্বর পেয়েছে বেশি। কলকাতার কোনও কোনও কলেজে ৯৫ শতাংশ নম্বর পেয়েও ভরতি হওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা ৯৬ বা ৯৭ শতাংশ নম্বর পেয়েছে তাদের তো আগে ভর্তি নিতে হবে। যাতায়াতের সুবিধা আছে এমন কলেজেও ভর্তির ঝোঁক বেশি। উচ্চমাধ্যমিক পাশ করা সবাই ভর্তির সুযোগ পাবে। আগে বিভিন্ন কলেজে পরিকাঠামোর অভাব ছিল। এখন তা নেই। কলেজ বেড়েছে। আসন সংখ্যা বেড়েছে। শিক্ষকদের সংখ্যা বেড়েছে। কিন্তু এখনও নির্দিষ্ট কিছু কলেজে বাড়ির ছেলেমেয়েদের ভর্তি করানোর ঝোঁক রয়েছে। এই মানসিকতা বদলাতে হবে। নির্দিষ্ট কলেজে আসন ভরে গেলে অন্য কলেজে ভর্তি হতে হবে।’