দ্য শেয়ার নিউজ ডেস্ক : প্রথমে সৌমেন্দু অধিকারী। আর এবার একেবারে শিশির অধিকারী। মঙ্গলবার, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয় শিশির অধিকারীকে। সেই জায়গায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অখিল গিরি। কাঁথি পুর প্রশাসক বোর্ডে সদস্য করা হয়েছে অখিল গিরিরই ছেলে সুপ্রকাশ গিরিকে। আর তারপরই জল্পনা তৈরি হয়েছে ছেলে শুভেন্দুর মতো কাঁথির সাংসদও কি এবার বিজেপিতে যাবেন?‌ কারণ, যখন কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয় তার পরেই তিনি যোগ দেন বিজেপিতে। ডিসেম্বরের শেষের দিকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে তাঁর ঘরেতেও পদ্ম ফুটবে। আর ঠিক তার পরদিনই বিজেপিতে যোগ দেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। এবার কি শিশির অধিকারীর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে?‌ চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়।

শিশির অধিকারীকে অপসারণের বিষয়ে মুকুল রায় বলেন, ‘‌তৃণমূল তাদের সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়ে কোনও মন্তব্য না করাই ভাল। তবে, শিশির অধিকারীর ছেলে বিজেপিতে এসেছে। আবার কী!‌ শিশিরের আসা সময়ের অপেক্ষা।’ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে রাহুল সিনহা বলেন, ‘বিজেপির দরজা সকলের জন্য খোলা। বিজেপিতে যাঁরা আসতে চাইবেন তাঁদের সবাইকে স্বাগত। কারণ, বিজেপি কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। জনগণের দল। তাই জনগণের জন্য দরজা খোলা।‌‌’