দ্য শেয়ার নিউজ ডেস্ক : আগেই গড়াপেটায় অভিযুক্ত হয়েছিলেন। দু-বছর পর গড়াপেটা কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার নুয়ান জয়সা। আইসিসির দুর্নীতি দমন শাখা তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে। সেই ধারা অনুযায়ী, গড়াপেটা করেছেন, বা দলের অন্য কাউকে প্রস্তাব দিয়েছেন অথবা দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করেছেন।২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে একটি টি২০ ম্যাচে গড়াপেটায় জড়িত ছিলেন, এমন অভিযোগে তাঁকে দু-বছর আগে সাসপেন্ড করে আইসিসি। বর্তমানে দোষী সাব্যস্ত হওয়ার পর সাসপেন্ড করে। আপাতত সেই শাস্তি বহাল থাকছে। কিছুদিনের মধ্যেই শাস্তির মেয়াদ ঘোষণা করে দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে।জাতীয় দলের হয়ে শুধু খেলাই নয়, ২০১৫ সালে শ্রীলঙ্কান বোর্ডের পক্ষ থেকে জয়সা বোলিং কোচ হিসাবেও নিযুক্ত হন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারেও কর্মরত ছিলেন। এই পদ ব্যবহার করেই বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের সান্নিধ্যে আসেন তিনি।

গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। জয়সার ঘটনা সেই কাণ্ডে নয়া সংযোজন। ২০১৮ সালের ডিসেম্বরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো জানিয়েছিলেন, আইসিসির তরফে সবথেকে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে শ্রীলঙ্কার নাম ঘোষণা করা হোক।