দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনার জন্য মানুষের ঘুরতে যাওয়া একেবারেই বন্ধ। ধুঁকছে পর্যটন শিল্প। কিন্তু, বাঙালির মন কি আর ঘুরতে না গিয়ে ঠিক থাকতে পারে। এই তো চলে আসছে পুজো। পুজোর সময় বাঙালি একটু ঘুরতে যাবে না হয় নাকি! দুটো তো মত। একটা হল, পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকো। অথবা, পুজোর সময় কটা দিনের জন্য জমিয়ে ঘুরে আসা। এবার এই দ্বিতীয় ধরনের মানসিকতা যাঁদের, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ, শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়ার জন্য ভারতীয়দের আর লাগবে না ভিসা। খুব শিগগিরই এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে শ্রীলঙ্কা সরকার। একই সিদ্ধান্ত লাগু করা হতে পারে চীনের পর্যটকদের ওপরেও।

এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী জন অমরাতুঙ্গে। তিনি বলেন, ‌’‌আমাদের প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে পর্যটক টানতে একাধিক নতুন পদক্ষেপ করছেন। কী করে আরও বেশি পর্যটক টানা যায়, সেই চেষ্টা করতে একটি দলও গঠন করা হচ্ছে। চীন ও ভারত থেকে একটা বড় সংখ্যক পর্যটক প্রতিবছর শ্রীলঙ্কায় আসেন। ভিসা সমস্যায় যাতে তাঁদের না পড়তে হয়, সেই কারণে ভিসা পদ্ধতিই তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ শোনা যাচ্ছে, অদূর ভবিষ্যতে ইউরোপ ও পূর্ব আফ্রিকার কিছু দেশের জন্যও এই সুবিধা দেওয়া হবে। চলতি বছরের অক্টোবর থেকে ভিসাবিহীন যাতায়াত শুরু হতে পারে। পর্যটনের ওপরে শ্রীলঙ্কার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। দেশের গোটা আয়ের ১৫.‌৩ শতাংশ আসে পর্যটন থেকে।