দ্য শেয়ার নিউজ ডেস্ক : অতীত ভুললে কিন্তু তার ফল কিছুতেই ভাল হতে পারে না। ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। কে বা কাদের উদ্দেশে এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী দিলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের প্রথম সারির নেতা নিশিকান্ত মন্ডলের স্মরণসভায় হাজির ছিলেন ভূমিরক্ষা আন্দোলনের কান্ডারী শুভেন্দু অধিকারী। সেখানেই নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘অনেকেই অতীত ভুলে যান। আমি শুভেন্দু অধিকারী সবসময় বলি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব। অতীত যাঁরা ভুলে যান তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাঁদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এটাই চিরন্তন সত্য। নিশিকান্ত মন্ডলের অসম্পূর্ণ কাজ পূরণ করব। নিশিকান্ত মন্ডল না থাকলে এই লড়াই জিততে পারতাম না।’
শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য শোনার পরই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা। কাদের উদ্দেশ্য কথাগুলো বললেন, তিনি। প্রসঙ্গত, নন্দীগ্রামই বাম আমলে তৃণমূলকে রাজ্যে শক্ত রাজনৈতিক জমি দিয়েছিল তা নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। সিঙ্গুর আন্দোলনের এবং নন্দীগ্রামের আন্দোলনের সফলতাকে সঙ্গে করেই পরিবর্তনের সরকার এসেছিল এই রাজ্যে। বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলন। প্রসঙ্গত, উউল্লেখযোগ্য, গত ২৩ জুলাই তৃণমূল কংগ্রেসের নতুন ঘোষিত কমিটিতে এককভাবে শুভেন্দু অধিকারী কোনও দায়িত্ব কিন্তু, পাননি। তাই শুভেন্দুর এই মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। কখনও একশো শতাংশ ক্ষতিপূরণ কেউ করতে পারে না পারবে না। যেটুকু ফাঁক-ফোকর ছিল, বঞ্চিত হয়েছেন তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশ বা রাজ্যের মতই জেলায় করোনা আক্রান্ত অনেক। কিন্তু সুস্থতার হার দেশে যখন ৮০ ভাগ, রাজ্যে ৮৬ ভাগ তখন এখানে ৮৮ ভাগ। আমাদের জেলায় মৃতের হার.৮৩ অর্থাৎ এক শতাংশেরও নিচে। মানুষের সচেতনতার জন্যই এটা সম্ভব হয়েছে।’
Leave A Comment
You must be logged in to post a comment.