দ্য শেয়ার নিউজ ডেস্ক : ২৫ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক জনসভায় সুদীপ্ত সেনের লেখা এক চিঠি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সারদাকর্তার কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকী যেদিন সুদীপ্ত ফেরার হন তার আগের দিনও শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি। সেদিনের সেই সভার উল্লেখ করে আইনি চিঠিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী লিখেছেন, ‘জেলে থাকা সুদীপ্ত সেনকে প্রভাবিত করে এই ধরণের চিঠি লেখানো খুবই সহজ। আর একজন বিচারাধীন জেলবন্দি অভিযুক্তের মন্তব্য কতটা গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন থাকে।’ তাছাড়া বিচারাধীন বিষয় হিসাবে কী করে আদালতের বাইরে আলোচনা হতে পারে? সেই প্রশ্নও তোলেন চিঠিতে।
মৃত্যুবরণের কথা বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশের আইন মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, দেশের আইন অনুযায়ী আত্মহত্যা অপরাধ। আইনপ্রণেতা হয়ে আইন জানা উচিত। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকটি আইনের বইও পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁকে তোলাবাজ ভাইপো বলে প্রতিদিনই কটাক্ষ করছেন তিনি। পালটা শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক ও মিরজাফর বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Leave A Comment
You must be logged in to post a comment.