দ্য শেয়ার নিউজ ডেস্ক : নির্বাচন আসলেই ভোট ম্যানেজের কথা উঠে আসে। ভোট ম্যানেজ করতে হয় সব দলকেই, কোথাও না কোথাও। তৃণমূল ক্ষমতায় আসার পর বিরোধীরা অভিযোগ করলেন, তা খুব একটা সামনে আসেনি ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন ছাড়া। কিন্তু তার আগেও যে তৃণমূল ভোট ম্যানেজ করেছে, তা এদিন সবং-এর সভায় জানিয়েদিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, মানস ভুঁইয়া ২০১৬ সালে সূর্যকান্ত মিশ্রকে জড়িয়ে ধরে ভোটে জিতেছিলেন। আর পরের বছরেই তিনি তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভায় চলে যান। ফলে তাঁর কেন্দ্রে নিজের স্ত্রী গীতারানি ভুঁইয়াকে প্রার্থী করেন। কিন্তু সেই নির্বাচনে গীতারানি ভুঁইয়াকে জেতাতে দায়িত্ব পড়েছিল শুভেন্দু অধিকারীর ওপরে। সেই দায়িত্ব তিনি পালনও করেছিলেন। এদিন তা নিয়েই খেদ শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, সেই উপনির্বাচনে জেতার কথা ছিল বিজেপির অন্তরা ভট্টাচার্যের।