দ্য শেয়ার নিউজ ডেস্ক : মাত্র কিছু দিনের ব্যবধান। ফের শুভেন্দু অধিকারীর মুখে ফিরল বন্দেমাতরম স্লোগান। নন্দীগ্রাম দিবস থেকে খেজুরি দিবসে বদলে গেল দাদার স্লোগান। অনেকেরই দাবি, সৌগত রায়ের সঙ্গে সোমবারের বৈঠকের ফলেই শুভেন্দুর মুখে ফিরেছে বন্দেমাতরম স্লোগান। মঙ্গলবার খেজুরি দিবসে পূর্ব মেদিনীপুরের বাঁশগোড়া থেকে কামারদা পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে হাজির ছিলেন খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও কাঁথি দক্ষিণের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। শুভেন্দুর মুখে বন্দেমাতরম স্লোগান শুনে তাঁকে নিয়ে ফের আশায় বুক বাঁধছে তৃণমূল।

শুভেন্দু এদিনের মিছিল শেষে বলেন, ‘এই শান্তি, গণতন্ত্র ও বাকস্বাধীনতা চিরস্থায়ী হোক। ২০১০ সালে এসেছিলাম। আজ ২০ সালেও এলাম। জয় হিন্দ, বন্দেমাতরম’। নন্দীগ্রাম ও খেজুরির আন্দোলনের সঙ্গে তিনি কতটা জড়িত তা বারবার বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। এদিনও খেজুরিতে তিনি বার্তা দিলেন, আমি তোমাদেরই লোক। এখন দেখার শুভেন্দু অধিকারী তৃণমূলেই থেকে যান নাকি..।