দ্য শেয়ার নিউজ ডেস্ক : দিল্লির কৃষক আন্দোলন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। আবার দেশের ক্রীড়াব্যাক্তিত্বরাও নিজেদের মত দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে থেকে শুরু করে কোহলি, রোহিত, রাহানেদের মতো বর্তমান তারকারাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানিয়েছেন। আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বুধবার কৃষক আন্দোলন নিয়ে টুইট করেন, ‘এমন মতবিরোধের সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। কৃষকরা আমাদের দেশের অবিচ্ছদ্য অঙ্গ। আমি নিশ্চিত যে, শান্তিপূর্ণভাবে সব পক্ষের আলোচনাতেই যথাযথ সমাধানসূত্র পাওয়া যাবে এবং একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারব।’
বিরাট কোহলি আবার এদিন জানালেন যে, ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় দলের টিম মিটিংয়েও!চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কোহলি জানালেন, টিম মিটিংয়ে এই বিষয়ে প্রত্যেকেই নিজের মতামত জানিয়েছে। যদিও ঠিক কী আলোচনা হয়েছে কৃষি আন্দোলন নিয়ে, সেটা খোলসা করেননি ভারত অধিনায়ক। বিরাট কোহলি বলেছেন, ‘দেশের সাম্প্রতিক সব বিষয়েই আমরা কথা বলি। টিম মিটিংয়ে এই বিষয়েও আলোচনা হয়েছে আমাদের। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছে।’
Leave A Comment
You must be logged in to post a comment.